|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে বটবুনিয়া সরকারি গাছ কাটার অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২২
খুলনার দাকোপেরর তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া গ্রামে ২ টি সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ।
এলাকাবাসী সুত্রে জানাযায় তিলডাংগা ইউনিয়নে ৭ নং ওয়াডে বটবুনিয়া গ্রামের কবিরাজ বাড়ির সামনে পানিউন্নয়ন বোর্ডের রাস্তার পাশে সরকারি জায়গাট গাছ কেটে ফেলছে স্হানীয় একটি স্বার্থলোভী মহল।
গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টার দিকে একই এলাকার মৃত অনিল কৃষ্ণ কবিরাজ এর পুত্র কৃষ্ণ কবিরাজ(৪২) ও কৃষ্ণ কবিরাজ এর পুত্র দেবকান্ত (২৮) এবং তার স্ত্রী তৃপ্তি কবিরাজ (৩২) এবং পাশের পানখালী ইউনিয়নের খোনা গ্রামের মৃত গনজের ফকির এর পুত্র কামরুল ফকির (৩৯) একত্রে তাদের হীন স্বার্থ চরিতার্থের জন্যই সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলে। বিষয়টি এলাকাবাসী স্হানীয় প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালে তৎক্ষনাৎ দাকোপ উপজেলা বনবিভাগে কর্তব্যরত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনা স্হলে জান। সেখানে উপস্থিত হয়ে ২টি গাছ কাটার অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
আনুমানিক ২০/২২ সেপ্টি চম্বল ও চটকা গাছ কেটে স্হানীয় স্ব-মিললে নিয়ে যায়, সেখান থেকেই গাছ উদ্ধার করা হয়।
তবে,এ রিপোর্ট লেখা পষন্ত বন বিভাগের মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে বনবিভাগের মনিরুজ্জামান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.