|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২২
দিনাজপুরের বিরামপুরে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২” উদ্বোধন করা হয়। ১৬ নভেম্বর বুধবার বিরামপুর উপজেলা পরিষদ বড় মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী । “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে" উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ,বিরামপুর নবাবগঞ্জ এর সিনিয়র সহকারী সার্কেল এ কে এম ওহেদুন্নবী, বিরামপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার রায় ,বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত কুমার অপু ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারাত জাহান, সহকারি প্রোগ্রামার আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন প্রমুখ।
এছাড়াও অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে সরকারি, বেসরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৩০টি স্টল রয়েছে। উদ্বোধনী আলোচনা সভা শেষে স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.