|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২২
গতকাল ১৫ নভেম্বর ২০২২ সন্ধ্যায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়বখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন - দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন যায়গায় হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও তিস্তা পানি চুক্তি সমাধান ও মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সরকার ধীর গতিতে এগোচ্ছে। নদী ভাঙনের ফলে তিস্তা তীরবর্তী এলাকার মানুষ ভুমিহীন হয়ে যাচ্ছে। কৃষকদের ফসলি জমি ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে উদ্বাস্তুর মতো দিন কাটাচ্ছে উল্লেখ করে বক্তব্য রাখেন।
বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি সভাপতি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিয়ার রহমান সাধারণ সম্পাদক তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বখতিয়ার হোসেন শিশির স্ট্যান্ডিং কমিটির সদস্য তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান রাজারহাট উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ রাজারহাট উপজেলা শাখা। আব্দুল্লাহ আল মামুন সহকারী শিক্ষক তৈয়বখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউপি সদস্য সফিকুল ইসলাম ও আব্দুল বাতেন। এছাড়াও উপস্থিত ছিলেন অজয় কুমার সরকার, মোশাররফ হোসেন মুন্সি সহ অনেকেই।
মতবিনিময় সভায় শত শত নদী ভাঙ্গন কবলিত মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.