|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জন্মদিনে রক্তদান করলেন আড়ানী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২২
জন্মদিন উপলক্ষে দুঃস্থ থ্যালাসেমিয়া রোগীকে রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন আড়ানি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান।
এবার দিয়ে তিনি ১৭তম ব্লাড ডোনেট করলেন।
আড়ানী ব্লাড ব্যাংকের সভাপতি ও মুঞ্জু ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানের ২২তম জন্মদিনে ১৭বার ব্লাড ডোনেট করলেন।
আশিকুর রহমান একজন দুঃস্থ থ্যালাসেমিয়া রোগীকে বাঘা মুঞ্জু হাসপাতালে রক্তদান করেন। এসময় উপস্থিত ছিলেন মুঞ্জু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ মিঠুন কুমার, বাঘা ব্লাড ব্যাংকের সভাপতি মাসুদ-এ হাসান, মুঞ্জু ডায়াগনস্টিক সেন্টার ও বড়াল ক্যাডেট স্কুলের পরিচালক নুরুজ্জামান নাইম খান, বাঘা ব্লাড ব্যাংকের মডিরেটর আতিক মাসুদ সহ আরও অনেকে উপস্থিতি ছিলেন।
এসময় মুঞ্জু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মিঠুন কুমার বলেন ঘরে ঘরে যেন জন্ম হয় এমন কৃতি সন্তান। রক্ত দানে আপনারও এগিয়ে আসুন এবং আশিকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
বাঘা ব্লাড ব্যাংকের সভাপতি মাসুদ-এ হাসান বলেন বাঘা ব্লাড ব্যাংক বাঘা উপজেলা ব্যাপি ব্লাড নিয়ে কাজ করছে। আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনারাও রক্ত দানে এগিয়ে আসুন।
মুঞ্জু ডায়াগনস্টিক সেন্টার ও বড়াল ক্যাডেট স্কুলের পরিচালক নুরুজ্জামান নাইম খান বলেন আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি, আমরা রাত দিন অসুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।
আপনারাও আপনাদের অবস্থান থেকে এগিয়ে আসুন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.