|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা করেছেন মসিকের ভ্রাম্যমাণ আদালত
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২২
ময়মনসিংহের আমলাপাড়ার এক নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ নভেম্বর ) দুপুরে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি ভবন মালিককে ১টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.