|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে উপজেলা বনিক সমিতির সভাপতি আমজাদ হোসেনের দাফন সম্পন্ন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২২
রাজারহাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও রাজারহাট সদর বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমজাদ হোসেন ব্যাপারীর
সোমবার সকাল ১১টায় রাজারহাট সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী উপনচৌকি গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।সোমবার সকাল ১১টায় রাজারহাট সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সুত্রে জানা গেছ, গত বৃহস্পতিবার রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে শারিরিক চেকআপ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন। আলহাজ্ব আমজাদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি,
রাজারহাট থানার নবাগত ওসি আব্দুল্লাহিল জামান,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম (রানা), রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম সদস্য সফি খান মোঃ মকবুল হোসেন জাকারিয়া খান বিটন সহ
বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.