|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাকিস্তানের স্বপ্ন ভেঙে দিলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২২
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড জয়ের পর ইংল্যান্ড ব্যাটারদের উল্লাস
পাকিস্তানের স্বপ্ন ভেঙে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। পাকিস্তান ১৩৮ রানের টার্গেট দিলে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
সবার মধ্যেই পিনপতন নিরবতা। ম্যাচ দুলছিল পেন্ডুলামের মতো। বেন স্টোকস এবং মইন আলী উইকেটে। বলের সঙ্গে রানের ব্যবধান ক্রমেই বাড়ছে। এ সময় বোলিং করতে আসলেন শাহিন শাহ আফ্রিদি।
কিন্তু প্রথম বল করার পরই মাঠের বাইরে চলে যেতে হলো তাকে। পায়ের পুরনো ইনজুরিটা নতুন করে জেগে উঠেছে এর একটু আগেই একটি ক্যাচ ধরতে গিয়ে। আফ্রিদির অসমাপ্ত ওভারটা করতে এলেন ইফতিখার আহমেদ। তার ওই ওভারেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনার কাজটি করে নিলেন
শেষ পর্যন্ত ১ ওভার হাতে রেখেই ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন স্টোকস। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নশিপের মুকুট পরে নিলো ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করেতে নামলে দলীয় ১৯ রানে আউট হন রিজওয়ান। পরে ক্যাচ তুলে দিয়ে ৮ রান করে ফিরে যান হারিস। দলীয় ৮৪ রানে পাকিস্তানের তৃতীয় উইকেট শিকার করেন রাশিদ। ২৮ বলে ৩২ রান করে আউট হন বাবর আজম।
এরপর ব্যাটিংয়ের অবস্থা আরও নরবরে হতে থাকে। ইংল্যান্ড বোলারদের মুখোমুখি হতে পারছিলেন না পাক ব্যাটাররা। পরে ৫৩ রান যোগ করতে গিয়ে হারিয়ে ফেলে আরও ৫ উইকেট।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান। ইংল্যান্ডের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন কুরান। এছাড়া আদিল রাশিদ ও জরদান ২টি করে এবং স্টোকস ১টি উইকেট শিকার করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.