|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিঙ্গাপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসি ঐক্য পরিষদের আলোচনা সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২২
সিঙ্গাপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা,
আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সোন্দা ৮ টায় মোস্তফা প্লাজার একটি রেষ্টুরেন্টে সিঙ্গাপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আলী রহমত জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আগামী ১২ ই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে উক্ত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের সকল সদস্যরা, অনুষ্ঠানে বক্তারা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সফল করার আহ্বান জানান সকলের প্রতি সংগঠনের সভাপতি এবং সাবেক ছাত্রনেতা মীর মোহাম্মদ মাহবুবুল আলম বলেন ,জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী ও দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের সকলের অভিভাবক, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রুপকার কৃষক শ্রমিক ও গণমানুষের নেতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া -৩ সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহাদয়কে পুনরায় সভাপতি হিসেবে দেখতে চাই সিঙ্গাপুর প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের সদস্যরা,।বক্তারা আরো বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিতে তৃণমূলকে শক্তিশালী এবং শক্তিশালী আওয়ামী লীগ গঠন করার জন্য আমি জাতীয় সংসদ নির্বাচনে জামাত-বিএনপিকে রাজপথে মোকাবেলা করার লক্ষ্যে
বর্তমান সভাপতি কে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের প্রতি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ আলমগীর , মোঃ দুলাল খান মোঃ সারুয়ার খান মোঃ মনির মোঃ লিয়াকত আলী মোঃ মামুনুর রশিদ।সিঙ্গাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্যপরিষদের সদস্যদের মধ্যে বেশ কয়েকজন নেতৃবৃন্দ ত্রিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করার লক্ষ্যে দেশে আসবেন বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.