|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে সরকারি ওষুধ জব্দ ১লক্ষ টাকা জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২২
ফরিদপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পিয়ারলেসে সরকারি ঔষুধ পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(১০নভেম্বর) সকাল ১০
গোপন সংবাদের ভিক্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ, ফরিদপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড পিয়ারলেস (প্রাঃ) হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ পাওয়ায় হাসপাতাল মালিক ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান (আসাদ)কে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
এ সময় তিনি বলেন, পিয়ারলেস (প্রাঃ) হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে নিষিদ্ধ সরকারি ঔষধ হাসপাতালের পিছনে স্টল রুম এবং দ্বিতীয় তালায় একটি থাকার রুম থেকে তল্লাশি চালিয়ে সরকারি ইনজেকশনসহ ৪ প্রকার ঔষধ উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঔষধগুলো জব্দ করে মামলার আলামত হিসাবে রাখা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অভিযান করে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করেছি।
দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল থেকে সরকারি ঔষধ গোপনে সংগ্রহ করে হাসপাতাল মালিক ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান (আসাদ) হাসপাতালে এনে রোগীদের কাছে চড়া দামে বিক্রি করতেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। তারির পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়,অভিযানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, ওষুধ প্রশাসনের অফিস সহকারী শরিফ সাহেদ আররফসহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.