|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাঘায় সাবেক মেয়র আক্কাস আলীর মোটর সাইকেল শোভাযাত্রা ও মেয়র প্রার্থী ঘোষণা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২২
আসন্ন ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচন উপলক্ষে সাবেক মেয়র আক্কাস আলী মোটরসাইকেল শোভাযাত্রা ও কর্মী সমাবেশর মধ্যদিয়ে মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছেন।
৯ নভেম্বর বুধবার বিকেলে সাড়ে ৪ টায় পৌরসভার কলিগ্রাম (নিজ বাসভবন) চত্বর থেকে সাত শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে পৌর এলাকার ৯টি ওয়াডের্র গুরুত্বপূর্ন সড়ক প্রর্দক্ষিন শেষে পৌরসভার নারায়ণপুর বাজার এর নিজ অফিসে আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্যের মাধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
এ সময় মেয়র প্রার্থী আক্কাস আলী বলেন, আমি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। আমি দলের দূরদিনে বাঘা উপজেলা আওয়ামী লীগের হাল ধরে রেখেছিলাম। আমি গত নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেয়েছিলাম, কিন্তু কিছু কুচুক্তি মহল ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করেছিল। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে মূল্যায়ন করবেন এবং আপনাদের খেদমত করার সুযোগ দিবেন।
তিনি আরো বলেন, আমি মেয়র এর দায়িত্ব থাকা কালিন সময়ে পৌরসভার জনগনের জন্য অনেক কিছু করেছে যা আপনার সবাই জানেন । আমি আজ মাঠে নেমে শুধু একটি কথাই বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যদি মেয়র পদে আমি মনোনয়ন দেওয়া হয় এবং মেয়র নির্বাচিত হই, তবে আপনারা অন্তত আগামী ৫ বছর আমার ও আমার পরিবারের সদস্যদের কাছ থেকে ভাল ব্যবহার পাবেন। উন্নয়ন কর্মকান্ডের কথা বলা প্রয়োজন নেই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি এলাকাকে সমভাবে উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করছেন।
উলেখ্য, আক্কাস আলী ১৯৮২ সালে ছাত্রলীগের রাজনিতি তে যোগদান করেন। ৮৬ সালে শাহ দৌলা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ও ৯০ সালে ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে ৯৬ সালে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। বর্তমানে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। এছাড়াও ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাঘা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.