|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে বসতবাড়ি সংলগ্ন মুরগির ফার্ম নির্মাণসহ রাস্তা বন্ধ করার অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর, ২০২২
মোঃ আলী সোহেল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর কাচারি পাড়া গ্রামে মো. জহিরুল ইসলাম (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে কয়েকটি বসতবাড়ি সংলগ্ন অবৈধ ভাবে একটি বিশাল মুরগির ফার্ম তৈয়ারীসহ পায়ে হাটার একটি সামাজিক রাস্তা বন্ধকরে দেওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী। এ ঘটনায় গত ৭ নভেম্বর সোমবার এলাকাবাসীর পক্ষে উত্তর লক্ষ্মীপুর কাচারি পাড়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র আব্দুল হাসিম (৭০) বাদী হয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সরেজমিনে লক্ষ্মীপুর কাচারিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কয়েকটি বসত বাড়ি সংলগ্ন কোনো রকম পরিবেশ ছাড়পত্র ছাড়াই পোল্টি ফার্ম নির্মাণ করেছে ওই গ্রামের মৃত গোলাম হোসেন ওরুফে গুলু'র পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহিরুল ইসলাম। এছাড়া হাঁটাচলার রাস্তার উপর দেয়াল তৈরির জন্য মাটি খুঁড়ানোর ফলে দুই গ্রামের শতাধিক পরিবারের একমাত্র পায়ে হাঁটাচলার রাস্তাটি বন্ধ হয়ে গেছে এবং সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে একটি মুরগীর ফার্ম তৈরী করার ফলে মুরগীর বিষ্ঠার দুর্গন্ধে ও মাছির উৎপাতে শিশু থেকে বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে।
গ্রামের শতাধিক নারী, পুরুষ বয়স্ক মুরুব্বীরা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, তারা ছোট বেলা থেকে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন এবং এখনও করছেন। কিন্তু গত কিছুদিন পূর্বে ফার্ম নির্মাণের পর রাস্তা বন্ধ করে দেয়াল তেরির চেষ্টা করছেন জহিরুল ইসলাম। এতে তাদের দুই গ্রামের মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
এব্যাপারে অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, অভিযোগ তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.