|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইল নতুন সিএনজি স্টেশনে যাত্রী ছাউনি ও টয়লেট নিমার্ণের দাবী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুমুত্ত জাহান মহিলা কলেজ সংলগ্ম নান্দাইল-দেওয়ানগঞ্জ রাস্তার পূর্ব পাশে সম্প্রতি নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে উপজেলা সদর থেকে সিএনজি স্টেশন স্থানান্তর করা হয়েছে। এতে করে শহীদ মিনার সংলগ্ন স্থানের যানজট কমে গেছে। বর্তমান স্থান থেকে সিএনজি স্টেশন স্থাপন করায় এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ও যাত্রী সাধারণ বিষয়টির জন্য উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সরজমিনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সিএনজি স্টেশনে শ্রমিকদের সাথে এবং যাত্রীদের সাথে কথা বলে জানতে পারেন উক্ত স্থানে যাত্রীদের এবং শ্রমিকদের সুবিধার্থে একটি খোলা যাত্রী ছাউনি ও পানীয় জলের সুবিধা সহ একটি টয়লেট নিমার্ণ করার জরুরী হয়ে পড়েছে। উপস্থিত যাত্রী সাধারণ ও শ্রমিকরা বিষয়টির প্রতি নান্দাইল পৌর সভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এই সমস্যা সমাধান করার জোর দাবী জানান। জনস্বার্থে উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহন জরুরী হয়ে পড়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.