|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে২ জন নিয়ত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২২
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ২ জন নিহত ও আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ -ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্যদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারীসহ ২ জন্ নিহত ও ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে চিকিৎসার জন্য ভৈরব ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, নিহত রিফাত ও জোহরা বেগম এবং আহত ফারিয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ সদর উপজেলার অধিবাসী। রিপোর্ট লেখা পর্যন্ত আহত এক জনের পরিচয় পাওয়া যায়নি। আহত আরেকজন হলেন মদারীপুর জেলার কালকিনি উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান অনিক।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে ছয়সূতী এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে ২ জন ঘটনাস্থলে মারা যায় এবং আরও ৪ জন গুরুতর আহত হয়। পুলিশ আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালকসহ অন্যরা পালিয়ে গেলেও বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.