|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুর ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২২
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর ক্লাবের ৩২ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্তি করে ক্লাবের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরীকে কামরুকে আহবায়ক করা হয়৷
শুক্রবার (৪ নভেম্বর) রাতে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। আগামি ৬ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
আবদুল্লাহ মাসুমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আবদুর রব শামীম, হুমায়ুন কবির জুয়েল, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, আল-আমিন ভূঁইয়া, সৈয়দ নুরুল আজিম বাবর, আলমগীর হোসেন জিকু, সঞ্জীব মজুমদার, তানভীর চৌধুরী জনিসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জেলা ক্রিকেট লীগে উদীয়মান খেলোয়ারদের জমায়েত হয়৷ কিন্তু কয়েক বছর ধরে ক্রিকেটলীগ হচ্ছে না। ক্রিকেট লীগ পুনরায় শুরু করতে জেলা ক্রীড়া সংস্থাকে এগিয়ে আসতে হবে। অগ্রগামী ক্রিকেটারদের বের করে আনতে এটি অধিক গুরুত্বপূর্ণ।৷
এছাড়া লক্ষ্মীপুর ক্লাবকে শীঘ্রই লিমিটেড কোম্পানীতো রূপান্তর করা হবে বলে ক্লাব নেতৃবৃন্দ ঘোষনা দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.