|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাকিস্তান: অপহৃতা চন্দ্রাকে উদ্ধার করতে ব্যর্থ পুলিশ, প্রতিবাদে বিক্ষোভ হিন্দুদের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২২
বহু দিন কেটে গেলেও সিন্ধু প্রদেশের অপহৃতা হিন্দু নাবালিকা চন্দ্রা মেহরাজকে উদ্ধার করতে ব্যর্থ পুলিশ। এর প্রতিবাদে গতকাল ১৬ই অক্টোবর রবিবার সিন্ধু প্রদেশের হায়দরাবাদের প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে সামিল হলেন চন্দ্রার পরিবারের লোকজন এবং স্থানীয় হিন্দুরা।
জানা যায়, স্থানীয় হিন্দুদের একটি দল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে সামিল হন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে চন্দ্রাকে দ্রুত উদ্ধার করার দাবি জানান তাঁরা। পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। মেয়ের ছবি নিয়ে চন্দ্রার মা বলেন, ‛পুলিশে অভিযোগ জানানোর পরেও এখনও পর্যন্ত আমার মেয়েকে খুঁজে পায়নি পুলিশ। আমাদের আশঙ্কা যে আমার মেয়েকে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে।’
বিক্ষোভে সামিল আর এক হিন্দু বলেন, ‛প্রায় প্রতিদিনই হিন্দু মেয়েদের অপহরণ করছে ইসলামিক মৌলবাদীরা। সেই মেয়েদের ধর্মান্তরিত করছে। তা সত্বেও হিন্দু মেয়েদের নিরাপত্তায় কিছুই করছে না সরকার। আমাদের দাবি অবিলম্বে ধর্মান্তরন বিরোধী আইন পাস করুক সরকার।’
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ই অক্টোবর বাড়ি ফেরার পথে সিন্ধু প্রদেশের হায়দরাবাদের ফতেহ চক এলাকা থেকে চন্দ্রা মেহরাজ(১৪)-কে মৌলবাদীরা অপহরণ করে বলে অভিযোগ। ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন চন্দ্রার পিতা। কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও পুলিশ চন্দ্রাকে উদ্ধার করতে পারেনি। শুধু চন্দ্রা নয়, গত ১৫ দিনে সিন্ধু প্রদেশের বিভিন্ন এলাকা থেকে ৪ জন হিন্দু নাবালিকা ও তরুণীকে অপহরণ করার অভিযোগ সামনে এসেছে। সেই মেয়েদেরকেও উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। আর এ নিয়ে ক্রমাগত ক্ষোভ বাড়ছে স্থানীয় হিন্দুদের মধ্যে। অনেকে হিন্দু মেয়েদের অপহরণ ও ধর্মান্তরন প্রতিরোধে দীর্ঘদিন ধরে আইন পাস করার দাবি জানালেও তাতে কর্ণপাত করছে না পাকিস্তানের সরকার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.