|| ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বিএনপি’র মহাসমাবেশ, পটুয়াখালী বিভিন্ন স্থানে বরিশাল যেতে শতাধীক ট্রলার ভাড়া-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২২
বরিশালে বিএনপির গণসমাবেশে অংশ নেয়ার জন্য বাউফল উপজেলা বিএনপির নেতারা ৩২টি ট্রলার ও ২টি মালবাহী কার্গো ভাড়া করেছেন। সমাবেশে মোট ২০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। দলীয় সূত্র জানায়, বিএনপি দলীয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদার ১২টি, কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মুনির হোসেনের পক্ষে ১২টি ও পৌর বিএনপির পক্ষ থেকে ৮টি ট্রলার ও ২টি কার্গো ভাড়া করা হয়েছে। এসব যানবাহন শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বরিশালের সমাবেশস্থলে যাবে ।
যোগ দিতে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে একের পর এক ট্রলার ও কারগো যোগে।
৫ নভেম্বরের সমাবেশ সফল করার জন্য বর্তমানে বাউফলের বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণসহ প্রচার প্রচারণা চলছে। এদিকে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার বলেন, কর্মসূচীতে যেতে সমন্বয় থাকা প্রয়োজন। কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মুনির হোসেন পৃথকভাবে সমাবেশে যাওয়ার প্রস্ততি নিয়েছেন। তিনি আমাদের সঙ্গে কোন সমন্বয় করেননি। পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির বলেন, সমাবেশে আমরা মোট ২০ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছি। ট্রলার ও কার্গো ছাড়াও অনেকে সড়কপথে বিভিন্ন মাধ্যমে সমাবেশে অংশ করবেন। উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, আমরা মোট ৩২টি ট্রলার ও ২টি কার্গো ভাড়া করেছি। কোন বাঁধাই সমাবেশে যেতে আমাদের নেতাকর্মীদের রুখতে পারবে না। সবকিছু ঠিক থাকলে সমাবেশ সফল করেই ঘরে ফিরবে সবাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.