|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রায়পুরে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২২
লক্ষ্মীপুরের রায়পুরে নুর নেহার (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ৩১ অক্টোবর বিকেল ৩টা দিকে উপজেলার বামনী ইউপির ৯নং ওয়ার্ড ইয়াছিন হাজির পোল সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।
নিহত নুর নেহার বেগম উত্তর সাগরদী গ্রামের ইয়াছিন হাজী বাড়ির মৃত্যু আব্দুল মান্নানের স্ত্রী। ২৮ বছর আগে নুর নেহার বেগমের স্বামী আব্দুল মন্নান মারা যান। এবং রেখে গেছেন ১ সন্তান।
নুর নেহারের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীর জানান, সোমবার বিকেলে মরদেহটি খালে ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। রায়পুর থানা পুলিশ গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত নুর নেহার বেগমের ছেলে নাছির উদ্দিন জানান, আমি চট্রগ্রামে চাকুরির কারনে থাকি, বিকেলের দিকে আত্মীয় স্বজনরা বাড়ি থেকে কল দিয়ে জানান মার লাশ খালে পাওয়া গেছে। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি পথে আছি।
এ বিষয়ে রায়পুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, খালে ভাসমান লাশ দেখতে পেয়ে আমাদেরকে স্থানীয়রা খবর দেন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পারিবারিক ও আইন অনুযায়ী আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করারা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.