|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২২
সম্পূর্ন অরাজনৈতিক ভাবে এবং বিশ্বের সকল দেশের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দিক-নির্দেশনায় পরিচালিত বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের গৌরবোজ্জ্বল ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো অনুষ্ঠান ২৯ অক্টোবর শারজাহ'র আল হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে আমিরাতের আট প্রদেশের প্রবাসীরা মিলে সম্পন্ন হয়।
গিয়াস মোহাম্মদের সভাপতিত্বে এবং মহিনউদ্দিন ও প্রকৌশলী এস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল জনাব বি এম জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের সচিব জনাব মানিক রন্জন বডুয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব ইন্জিঃ সালাহউদ্দিন।
কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে কেক কেটে সংগঠনের গৌরবোজ্জল ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সহ অতিথি এবং বিশেষ ব্যক্তিদের মাঝে ক্রেষ্ট ও টি শার্ট বিতরন করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ সম্পূর্ন অরাজনৈতিকভাবে ২৯ শে অক্টোবর ২০২১ যাএা শুরু করে স্বাধীনতা ৫১ বছরের না পাওয়া প্রবাসীদের নাগরিক সন্মান ও সাংবিধানিক অধিকার বাস্তবায়নের লক্ষ নিয়ে। মাএ ১২ মাসেই সংগঠনটি বিশ্বে ৮ টি দেশের কেন্দ্রীয় কমিটি গঠন এবং ১৮ দেশে সমন্বয়ক কমিটি গঠন করে প্রবাসীদের মানবিক সামাজিক সাংস্কৃতিক কাজ করে আসছে উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: মনির হোসেইন, উপদেষ্টা মোকাদ্দেস হোসেন, কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন, মো সুজন, মোহাম্মদ ইব্রাহীম মুন্সী, মো: হেলাল,গিয়াস উদ্দিন,ইমদাদুল হক,রমজান হোসেন প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.