|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে পুলিশের বাঁধার মুখে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী পন্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২২
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা ও পৌরসভা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী পন্ড করে দিয়েছে পুলিশ।
গত শনিবার (২৯ অক্টোবর) উপজেলা যুব দলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল এর পরিচালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে র্যালিটি টোরাগড় স্বর্ণকলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারস্থ বড়পুলের পূর্ব পাশে এলে পুলিশের বাঁধার মুখে আটকে যায়।
এরপর সেখানে পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশ ফাঁকা গুলি ছুড়লে র্যালিটি পন্ড হয়ে যায়। এর সাথে সাথে বাজারের দোকান পাট বন্ধ হয়ে যায় এবং পথচারী লোকজন দিকবিদিক ছুটাছুটি করে। মিছিলটি পিছনে হটে যায় এবং টোরাগড়ে চাঁদপুর কুমিল্লা মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কে বেলা চারটা থেকে যান চলাচল ১ ঘন্টার মতো বন্ধ থাকে। বিকেল ৫টার দিকে যানবাহন চলাচল করতে শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে থম থম ভাব বিরাজ করছে। এবং বাজারে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.