|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিএনপিকে অর্থ মদতদাতাদের খোঁজ পাওয়া গেছে, এবার ব্যবস্থা’ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে কারা টাকা পাঠায় সেই খোঁজ পেয়েছি, কঠোর ব্যবস্থা হবে।
সংযুক্ত আরব আমিরাতের টাকা, দুবাইয়ের টাকা। টাকা পাচ্ছে তো। ফখরুল এখন চাঙা হয়ে গেছে।
গত শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘খেলা হবে, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে খেলা হবে, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে।’
তিনি বলেন, ‘তারা ক্ষমতায় যেতে পারলে দেশসহ গিলে ফেলবে। সাবধান, বিএনপি থেকে সাবধান। বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, আমরা বলি বিএনপি থেকে সাবধান।’
মির্জা ফখরুলকে উদ্দেশে করে তিনি বলেন, ‘রংপুরের ছবিও দেখুন। আপনারটাও দেখুন, আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নাই।
পলোগ্রাউন্ডে দেখাবো। সেখানে ১০ লাখ লোকের সমাগম হবে। শেখ হাসিনা যাবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে, কেউ হারাতে পারবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘যত নাচানাচি লাফালাফি করুক, তাদের সঙ্গে জনগণ নেই। তারা কর্মীদের বোঝাচ্ছেন- ক্ষমতায় আসি আসি।’
বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়ে কাদের বলেন, ‘তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর হবে না। আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ নেই। আমরা তো নিষিদ্ধ করিনি। বিএনপি নির্বাচনে যাবে। গাধা পানি ঘোলা করে খায়।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.