|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দ.কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত,মৃত্যু ১৪৬ জনের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২২
সিউলে হ্যালোইন উৎসবে দুর্ঘটনা থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা সড়কে বসে আছেন
দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবের জনসমাগমে পদদলিত হয়ে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। এর আগে স্থানীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা ৫৯ জন বলে জানিয়েছিলেন। শনিবার রাতে দেশটির রাজধানী সিউলের ইটাইওনে এই ঘটনা ঘটে। খবর বিবিসি ও আলজাজিরার।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, রাস্তায় অনেকের মরদেহ পড়ে আছে।
স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চই সুঙ-বিওম বলেছেন, হ্যালোইন উৎসবের আয়োজনে একটি সংকীর্ণ গলিতে বিপুল সংখ্যক মানুষ পড়ে গেলে স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২০ মিনিটে এই পদদলনের ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় দমকল সংস্থার এক কর্মকর্তা মুন হিয়ু-জু শনিবার রাতে বলেন, পরিস্থিতি এখনো বিশৃঙ্খল।
ফলে আমরা এখনো আহতদের নির্দিষ্ট সংখ্যা জানার চেষ্টা করছি। হতাহত বিদেশীদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ইয়ন সুক-ইয়ল সিনিয়র কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন এবং ঘটনাস্থলে জরুরি মেডিক্যাল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর দেশটিতে এটিই প্রথম মাস্ক ছাড়া ঘরের বাইরের হ্যালোইন উৎসব। ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ রাতে উৎসবের জন্য বের হয়েছিলেন। সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বার্তায় অনেক মানুষ আশঙ্কা করেছিলেন যে, ইটাইওনে মানুষের প্রচ- ভিড়। এতে তারা অনিরাপদ বোধ করছেন।
একাধিক ছবি ও ভিডিওতে জরুরি বিভাগের অসংখ্য কর্মীর পাশাপাশি সাধারণ অনেক মানুষকেও রাস্তায় পড়ে থাকা অচেতন লোকজনের শুশ্রƒষা করতে দেখা গেছে। একটি ভিডিওতে অসংখ্য লোককে ইটাইওন জেলার একটি সরু গলিতে পড়ে থাকা অচেতন মানুষের শ্বাস-প্রশ্বাস সচলে বুকে চাপ ও মুখে মুখ লাগিয়ে ভেতরে বাতাস দিতে দেখা গেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.