|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও অবহিতকরণ বিষয়ক সেমিনার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২২
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার ৩০ অক্টোবর রোববার সকাল ৯ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, সম্পদ আপনি অর্জন করতে পারেন। আপনি কারো ক্ষতি করেন তার প্রমান আপনি এমনিতেই পাবেন। ব্যবসা হলো সেবা। প্রতিদিন লাভ কতে পাবেনা।লাভ লস হবেই। আগামী কাল আমার চাঁদপুরে ৫ মাস পূর্ন হবে। নাম জারির জন্য আপনাকে হোল্ডিং নাম্বার জানা থাকতে হবে। আমার ইউনিয়নের, উপজেলার ভূমি অফিসের কোনো কর্মকর্তা ভুমির জন্য অধিক টাকা নেয় তার দায় দায়িত্ব আমি নেব না, সেই কর্মকর্তা কেই নিতে হবে।ভোক্তা আমরা সবাই। আমারা সবাই গ্রাহক। জাতিসংঘ বলেছে ভোক্তার ৮ টি অধিকার রয়েছে। ২০০৯ সালের যে ভোক্তার আইন। ক্যাব ১০/১২ বছর ধরে কাজ করছে।
ক্যাব এ আইনের আওয়তায়। ভোক্তা চলতি বছরে চাঁদপুরে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। তার জরিমানা করার দায়িত্ব না, শতর্ক করাই মূল লক্ষ্য। মূল্য তালিকার প্রতি লক্ষ্য রাখবেন। যখনই পণ্য ক্রয় করবেন তার সাথে রসিদ সংগ্রহ করবেন।
নেজারত ডেপিটিকালেক্টর কাজী মেশকাতুল ইসলামের পরিচালনায় সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন ভোক্তার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।
অন্যান্য বক্তারা বলেন, আমরা ব্যাবসায়ী পরে, আগে কিন্তু আমার সবাই ভোক্তা। আমরা কি খাচ্ছি, সে দিকে দৃষ্টি রাখতে হবে। করোণার কারণে ব্যবসায়ীরা ক্ষতিতে আছে, তারা ঋন গ্রস্হ আছে। সচ্চতার জন্য মূল্য তালিকা প্রয়োজন। এখন ফলের দোকান আর মিষ্টির দোকানে ক্রেতা প্রতারিত হচ্ছে। তারা যে প্যাকেটে পণ্য দেয়া হয় তার ওজন বেশি। তাতে বিক্রেতার কাছে ক্রেতা প্রতারিত হচ্ছে। সরকার কোনো পণ্য মূল্য বৃদ্ধি করেনা। বৃদ্ধি করে ব্যবসায়ীরা।
ভোক্তা বাজার মনিটরিং অভিযান পরিচালনা করায় চাঁদপুরে বিস্কোট ও রুটির ওজন কিছুটা সহনশীল হয়েছে। আমাদের বিবেক কে জাগ্রত করা প্রয়োজন। বিভিন্ন ব্যবসায় সিন্ডিকেট রয়েছে।নকল পণ্য রিক্সা ভ্যান যোগে চাঁদপুর শহরে বিক্রি করে থাকে। নকল পণ্য বিক্রি নিষিদ্ধ বা বন্ধ না করলে ক্রেতা প্রতারনা বন্ধ হবে না।স্বাধীন দেশে আগে ভোক্তা অধিকার আইন ছিলনা। আমরা এ সব মানিনা বিধায় সরকার বাধ্য হয়ে এ আইন প্রণয়ন করেছে।
ভোক্তা অধিকার আইন সাধারন জনগন জানে না। তাই তারা প্রতারিত হচ্ছে। আমাদের কোনো ধর্মেই অপরাধের কথা উল্যেখ নাই। উন্নত দেশ গুলোতে আইনের প্রয়োগ আছে বলেই তারা উন্নত হয়েছে।
আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মুসা,জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, অধ্যাক্ষ মোশারফ হোসেন,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, জেলা ক্যাব দপ্তর সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার, চেম্বার পরিচালক গোপাল সাহা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.