|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে উপকমিটি গঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২২
আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে এ কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্যসচিবের নাম চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে ১১টি উপকমিটি গঠন করা হয়েছে।
অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম ও সদস্যসচিব দীপু মণি, অর্থ উপকমিটিতে আহ্বায়ক কাজী জাফর উল্লাহ ও সদস্যসচিব এইচএন আশিকুর রহমান, ঘোষণাপত্র উপকমিটিতে শেখ ফজলুল করিম সেলিম ও আব্দুর রহমান, দপ্তর উপকমিটিতে ড. অনুপম সেন ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গঠনতন্ত্র উপকমিটি ড. মো. আব্দুর রাজ্জাক, ড. সেলিম মাহমুদ প্রচার ও প্রকাশনা উপকমিটিতে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু ও ড. আবদুস সোবহান গোলাপ, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটিতে আবুল হাসানাত আব্দুল্লাহ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটিতে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম, সাংস্কৃতিক উপকমিটি আতাউর রহমান ও অসীম কুমার উকিল, খাদ্য উপকমিটিতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম, স্বাস্থ্য উপকমিটিতে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ডা. রোকেয়া সুলতানা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.