|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২২
চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের তেতৈয়া বাজার শেখ রাসেল স্মৃতি সংসদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ অক্টোবর,(শুক্রবার) রাতে তেতৈয়া বাজার শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মজাহিদুল হোসেন শাহিনকে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি , ফখরুল হাসান রুবেলকে সাধারণ সম্পাদক ও রাহায়ান বিন সিরাজকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রধান করা হয়।
আলোচনা সভায় উপস্হিত ছিলেন,মিরসরাই উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক এরাদুল হক ভূট্রু ভাইয়ের সমন্নয়ে রাসেল স্মৃতি সংসদের আহবায়ক সিরাজুল ইসলাম মেম্বার।মাষ্টার শাহজাহান সিরাজ সাবেক সভাপতি।আশেক আহমেদ। সাবেক সভাপতি আনোয়ার উল ইসলাম টিপু। সাবেক সভাপতি কামরুল হাসান। সাংগঠনিক সম্পাদক মীর হোসেন স্বপন ৭ নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামিলীগ। সভাপতি এহসানুল হক মাসুদ ৩নং ওয়ার্ড আওয়ামিলীগ। ৭ নং যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ। ফয়জুল রিমন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।প্রমুখ
আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে শেখ রাসেল স্মৃতি সংসদ কাজ করে যাবে। এ সংসদের প্রত্যেক সদস্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ রাসেল স্মৃতি সংসদের “শিক্ষা, শান্তি, মানবতা” স্লোগান হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.