সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জাসদ'র ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ৩ টায় ছাগলনাইয়া পৌর শহরে শহীদ শেখ কামাল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িক হামলা, জঙ্গি তালেবানী রাজনীতি ও সংস্কৃতিক রুখে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনজাগরণ এবং দুর্নীতি-লুটপাট-দলবাজী রুখে দাঁড়াও, সুশাসন ও সমাজতন্ত্র পথ ধরো, জ্বালানি তেল, সার, নিত্যপন্যর দাম কমিয়ে দেয়ার শ্লোগান নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ'র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, নোয়াখালী জাসদ'র সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক বকশি, ফেনী জেলা জাসদ সভাপতি আলহাজ্ব নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা উপজেলা জাসদ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সেখান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আতশবাজি ও বিশাল মশাল মিছিল নিয়ে পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় আরো উপস্থিত ছিল জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর সহ জেলা উপজেলা জাসদ নেতৃবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালিত হয়। উল্লেখ্য যে, ৩১ শে অক্টোবর ১৯৭২ সালের এদিনে জাসদ'র প্রতিষ্ঠা লাভ করে।