|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাঘায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২২
তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধি।
" কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
এ সময় ওসি তদন্ত মুহাঃ আব্দুল করিম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা উপজেলা পূজা কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, প্রাক্তন শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, মোজাহার হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ নসিম উদ্দিন, গড়গড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.