সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ "কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই স্লোগানকে ধারণ করে শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ফাজিলপুর (মুহুরিগন্জ) হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাজিলপুর (মুহুরিগন্জ) হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদ খাঁন চৌধুরী। ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানা সিনিয়র উপ-পরিদর্শক শফিকুর রহমান'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল, কসকা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ আবু মনছুর, সাংবাদিক সেপাল নাথ ও সাখাওয়াত হোসেন।
সভার সভাপতি ফাজিলপুর (মুহুরিগন্জ) হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদ খাঁন চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।
আলোচনা সভা শেষে সচেতনতামুলক র্যালীতে অংশগ্রহন করেন এসআই নুর সোলায়মান, সার্জেন্ট মাহমুদ, এএসআই সামাদ, মাহবুব, কামরুল, এটিএসআই কাবিল হোসেন সহ কর্মরত পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, গাড়ীর চালক, হেলপার সহ স্থানীয় জনগণ।