সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সীমান্তবর্তী অসহায় জনসাধারণের মাঝে মেডিক্যাল ক্যাম্পের এর মাধ্যমে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আওয়াতাধীন রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। মেডিক্যাল ও ঔষধ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়ন'র অধিনায়ক ও সিইও ল্যাপ্টেন কর্নেল একেএম আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টা হতে ৪ টা পর্যন্ত পূর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করেন বিজিবি। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক সহ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অভিজ্ঞ চিকিৎসক ও সহকারীগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মঈনুল ইসলাম রিফাত, সেক্টর সদর দপ্তর (কুমিল্লা) মেডিক্যাল অফিসার ডাঃ মোতাহের হোসেন ভুঁইয়া, নায়েব সুবেদার মেডিক্যাল সহকারী অফিসার মনছুর, মেডিক্যাল সহকারী ইমরান, বাবু মারমা ও বকুল রানী।
এসময় সীমান্তবর্তী এলাকার প্রায় ছয় শতাধিক শিশু ও নারী-পুরুষ বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।