|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২২
মোঃ আলী সোহেল, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
"কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংঙ্খলা সর্বত্র " এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কমিউনিটি পুলিশং ডে- ২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানের শুরুতে কুলিয়ারচর থানা চত্তরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশং ডে- ২০২২ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমন সরকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য মো. আব্দুস সাত্তার মাষ্টার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে থানা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় থানা চত্তরে এসে শেষ করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, কুলিয়ারচর কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মো. মিছবাহুল ইসলাম, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক, রামদী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান ও কুলিয়ারচর সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম আজিজ উল্ল্যাহ, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসূফ মিয়া, ফরিদপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান জিরন, কুলিয়ারচর উপজেলার প্রেসক্লাবে সাবেক সভাপতি এড. মুহাম্মদ শাহ আলম, সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার শাহিন, শাহীন সুলতানা, আলী সোহেল, থানার অফিসার ও ফোর্স, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এস.আই দেব দুলাল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.