|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিএনপির গণসমাবেশ ক্ষুব্ধ যাত্রী‘সরকারি বিআরটিসির বাসও চলবে না কেন?’
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২২
বাস ধর্মঘটের কারণে রংপুরগামী বিআরটিসি বাসও চলছে না। রাজশাহীর ফাঁকা কাউন্টারে দাঁড় করিয়ে রাখা হয়েছে দুটি গাড়ি।
রাজশাহী থেকে রংপুরে যাওয়ার বাস বন্ধ হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার রাতেই। বেসরকারি বাস বন্ধ থাকায় অনেকেই বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ওপর ঝুঁকেছিলেন।
কিন্তু এবার বিআরটিসির বাসও বন্ধ করে দেওয়া হয়েছে। কাউন্টার থেকে ফেরত দেওয়া হয়েছে অগ্রিম বিক্রি করা টিকিটও।
এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বলছেন, ‘সরকারি বিআরটিসির বাস চলবে না কেন?’সাধারন জনগণের কি হবে।
শুক্রবার বিকেলে নগরের কুমারপাড়া এলাকায়
বাস ধর্মঘটের কারণে রংপুরগামী বিআরটিসি বাসও চলছে না। রাজশাহীর ফাঁকা কাউন্টারে দাঁড় করিয়ে রাখা হয়েছে দুটি গাড়ি
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে আজ শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় রংপুর জেলা বাস মালিক সমিতি।
এতে রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর সঙ্গে বিআরটিসির বাসও চলছে না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.