স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
আবহমান বাংলার চিরন্তন ঐতিহ্য ধরে র প্রতিবছরের মত একার খুলনার দাকোপের বাজুয়া চড়া নদীতে দু’দিন ব্যাপী নৌকা বাইজ ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দীপাবলী উদযাপন আয়োজক কমিটি। দিপাবলী উৎসববাজ উদযাপন কমিটির আহবাহক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস মুকুল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল।
।মান্যবর অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান দাকোপ ইউনিয়ন চেয়ারম্যান বিনয় কষ্ণ রায়,খুলনা জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান সরোজিত কুমার রায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও লাউডোবইউপিচেয়ারম্যান শেখ যুবরাজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগন্জ ইউপি চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল, , বানিশন্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বানিশন্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব রায়, ৃ আজ ২৮ অক্টোবর শুক্রবার বিকালে
ঐতিহ্যকাহী পুরুষ নৌকা বাইচ প্রতিযোগিতায় শুক্রবার দুপুর থেকেই হাজারো মানুশের ঢল নামে চড়া নদীর তীরে।বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী কয়েক হাজার মানুষ নৌকাবাইচ দেখতে আসেন। কেউ কেউ ছোট কিংবা বড় নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে নদীর বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি মাল্লাদের নাচ গানে মুখরিত হয়ে উঠে চড়া নদীর চারপাশ।
নৌকাবাইচ ট্রতিডোগিতায় প্রথম স্হান অধিকার করেছে জয়বাবা হরিচাঁদ, বুড়ির ডাবুর,দিতীয় স্হাণ করেছে রিয়া পাইক গাছা,তিতীয় স্হান অধিকার করেছে জয়মা কালী পাইক গাছা