|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জ জেলার অন্তর্ভূক্ত ভার্সিটি টিমের ১ম অফলাইন মিটিং অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২২
মৌমিতা দত্ত, চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ, সিলেটঃ
গত বুধবার আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ হবিগঞ্জ জেলা টিমের অন্তর্ভূক্ত বৃন্দাবন সরকারি কলেজ, ভার্সিটি টিমের ১ম অফলাইন মিটিং অনুষ্ঠিত হয় বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে।
গত সেপ্টেম্বর মাসে একটি অনলাইন মিটিং-এর মাধ্যমে হবিগঞ্জ জেলা কো-লিডার কর্তৃক ১৫ সদস্যবিশিষ্ট বৃন্দাবন সরকারি কলেজ, ভার্সিটি টিম গঠন করা হয়। ইতোমধ্যে তারা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের আইসিটিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ ভার্সিটি টিম।
হবিগঞ্জ জেলা কো-লিডারের আহ্বানে ১ম একটি অফলাইন মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং-এ সভাপতিত্ব করেন ভার্সিটি টিম কো-লিডার মোঃ আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ভার্সিটি অ্যাম্বাসেডর ইমন শেখ, নুরুউদ্দিন,আনোয়ার ও তোফাজ্জল ইসলামসহ কলেজের শিক্ষার্থী হৃদয় সাহারিয়ার,রাসেল ও লিপ্টন রায়।
মিটিংয়ে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর উদ্দেশ্য, করণীয় এবংআইসিটির ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.