|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাঘায় শেখ কামাল স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন-DBO-TV
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২২
তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় শেখ কামাল স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে -২০২২ ইং এর উদ্ভোধন করলেন ওসি সাজ্জাদ হোসেন সাজু।বাঘা স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত এ উদ্বোধনী খেলা বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী খেলায় ওমরগাড়ী ক্রীয়া সংঘ, চারঘাট কে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন পানিকুমরা ফুটবল একাদশ, বাঘা।
এসময় ওসি সাজ্জাদ হোসেন বলেন, খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার, সাবেক ফুটবলার মিজানুর রহমান সাহিন, ধারাভাষ্যকার বি কে রায় বিপ্লব, সাবেক ফুটবলার আবু হানিফ, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান প্রমুখ।
উক্ত টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করবেন। আগামীকাল বিকেলে বড়বড়িয়া ও জামনগরের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.