|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রোটিয়া বধে প্রত্যয়ী আজ টাইগাররা মো. মামুন রশীদ-DBO-TV
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২২
প্রোটিয়া বধে প্রত্যয়ী আজ টাইগাররা
মো. মামুন রশীদ
প্রোটিয়া বধে প্রত্যয়ী আজ টাইগাররা
সিডনিতে অনুশীলনে বাংলাদেশের চার পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন
দুদলের ইতোমধ্যেই দেখা হয়েছে। গত সোমবার হোবার্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে উভয় দল। বাংলাদেশের ম্যাচ সকালে থাকার কারণে মাঠে উপস্থিত থেকেই তা দেখার সুযোগ হয়েছে দক্ষিণ আফ্রিকা দলের সবার। আজ সেই বাংলাদেশের বিপক্ষেই প্রোটিয়াদের দ্বিতীয় ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য অতীব গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রথম ম্যাচ হল্যান্ডের বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করেছে জিম্বাবুয়ের সঙ্গে। আর তাই উজ্জীবিত বাংলাদেশ দল আজ চাপমুক্ত হয়েই নামবে প্রোটিয়াদের বিপক্ষে। কিন্তু জেতার তাগিদে কিছুটা চাপ নিয়েই নামতে হবে দক্ষিণ আফ্রিকাকে। হোবার্টের মতোই এই ভেন্যুতেও প্রথমবার খেলতে নামবে বাংলাদেশ দল। কোনো ফরম্যাটেই এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশের কেউ। অবশ্য প্রোটিয়ারাও এই ভেন্যুতে কোন টি২০ খেলেনি। তবে ১৫ ওয়ানডে ও ১১ টেস্ট খেলেছে তারা।
ডাচদের বিপক্ষে নিজেদের ফিরে পেয়েছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জয় পেয়েছে। মাত্র ৯ রানের জয় হলেও তা মানসিকভাবে চাঙ্গা করে তুলেছে ক্রিকেটারদের। এতদিন বৈরী আবহাওয়া এবং অনভ্যস্ত কন্ডিশনের সঙ্গে লড়াই করতে হয়েছে। সবকিছু পেছনে ফেলে সিডনিতে এসেছেন সাকিব আল হাসানরা। কারণ এখানে আবহওয়া বেশ আরামদায়ক।
আজ ম্যাচের দিন বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। মেঘ-রৌদ্রের খেলা থাকলেও তাপমাত্রা থাকবে ২২-২৪ ডিগ্রি সেলসিয়াস। যা নাতিশীতোষ্ণ একটি পরিবেশ। আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে সিডনিতে শুধু একদিনের জন্য বুধবার অনুশীলন করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। বিগব্যাশে দুই মৌসুম মিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন সাকিব যার মধ্যে দুটি করে ৪টি মেলবোর্নের মাঠে এবং একটি করে এডিলেড ও হোবার্টে। তাই তার জন্যও প্রথমবার এই ভেন্যুতে আসা।
ব্যাটারদের জন্য ছক্কা হাঁকানো এই ভেন্যুতেও বেশ কঠিন। কারণ এখানে লম্বালম্বি ৭৫ মিটার এবং আরেক দিকে ৭৮ মিটার দীর্ঘ। তাই বোলারদের ওপর চড়াও হতে গেলে একেবারে নিশ্চিত না হয়ে ব্যাট চালাতে গেলে হিতে-বিপরীত হতে পারে। তবে মাঠের পরিসংখ্যান অনুসারে পেসাররা এখানে সফলতা পান। সেক্ষেত্রে উভয় দলের একাদশে পেস আধিক্য থাকবে।
যদিও এখানে সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার লেগস্পিনার এডাম জাম্পা এবং নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি ও বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার দুর্দান্ত বোলিং করেছেন। সেজন্য বুধবারের অনুশীলনে মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ ও সাকিবকে নিয়ে বিশেষ সময় দিয়ে কাজ করেছেন কোচরা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে কয়েকজন ডানহাতি আছেন। সে কারণে একজন ব্যাটার কমিয়ে হয়তো নাসুম কিংবা মিরাজকে সুযোগ করে দেওয়া হতে পারে আজ। সেক্ষেত্রে কে বাদ পড়বেন তা অবশ্য জানায়নি টিম ম্যানেজমেন্ট কিংবা অধিনায়ক। টানা ব্যর্থ ইয়াসির রাব্বিকে বিশ্রাম দেওয়া হতে পারে সেক্ষেত্রে।
টপঅর্ডারে কুইন্টন ডি কক, রাইলি রুশো এবং মিডলঅর্ডারে ডেভিড মিলার বড় হুমকি হয়ে উঠবেন বাংলাদেশী বোলারদের জন্য। ডাচদের বিপক্ষে বোলারের ঘাটতি অনুভূত হয়েছে। কারণ স্পেশালিস্ট তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার সাকিব-মোসাদ্দেক ছাড়া তেমন বিকল্প ছিল না। এ কারণেই আজ মিরাজ একাদশে জায়গা করে নিতে পারেন।
এখন আর চাপের মধ্যে নেই সাকিব আল হাসানরা। কারণ কাক্সিক্ষত জয়ের দেখা পেয়েছেন তারা। তাই প্রোটিয়াদের বিপক্ষে ফুরফুরে মেজাজেই নামতে পারবেন তারা। যদিও এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ টি২০ খেলে প্রতিবারই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০০৮ সালে শুধু দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গে দারুণ লড়াই করে মাত্র ১২ রানের পরাজয়, বাকি ম্যাচগুলোয় সহজ জয় পেয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে দুইবার সাক্ষাৎ হয়েছে।
২০০৭ সালের প্রথম আসরে কেপটাউনে বাংলাদেশ হারে ৭ উইকেটে এবং গতবার দুবাইয়ে পরাজয় ৬ উইকেটের। এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপে এবং নিরপেক্ষ ভেন্যুতে লড়াই। সিডনিতে আগেও খেলেছে প্রোটিয়ারা, বাংলাদেশ খেলেনি কখনো। তাই বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হবে আজ। কিন্তু এখন সাকিবরা একেবারেই ভারমুক্ত। জয় দিয়ে সুপার টুয়েলভ পর্ব শেষ করেছে বাংলাদেশ।
কিন্তু প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় জিম্বাবুয়ের কাছে পয়েন্ট হারানো দক্ষিণ আফ্রিকা জিততে মরিয়া হয়েই নামবে। এমন ঘোষণাও দিয়েছে তারা। একাদশে তাই পেস-স্পিনের ভারসাম্য নিয়েই নামবে তারা। ৬ ব্যাটারের সঙ্গে পেস অলরাউন্ডার ওয়েইন পারনেল এবং আরও দুই পেসার লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার সঙ্গে দুই স্পিনার তাবরেজ শামসি ও কেশব মহারাজকে দেখা যেতে পারে।
প্রথম ম্যাচে ব্যাটিং নির্ভরতা লিটন কুমার দাস ভালো করতে পারেননি এবং ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সাকিব। এবার এ দুজনের ভালো করার ওপর নির্ভর করছে প্রোটিয়াদের বিপক্ষে কতটা চ্যালেঞ্জ ছুড়তে পারবে বাংলাদেশ দল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.