|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটকীয়ভাবে হারলো পাকিস্তানকে জিম্বাবুয়ে দল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২২
শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয়ভাবে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ১৩১ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। কিন্তু ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৯ রানে থমকে যায় পাকিস্তানের ইনিংস।
গ্রুপ-২ এর আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। শুরুতে ব্যাট করতে নেমে প্রথমে ভালোই খেলতে থাকে জিম্বাবুয়ের ব্যাটাররা। কিন্তু ৪২ রানে প্রথম উইকেট পতনের পর চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। একের পর একে আউট হতে থাকেন ব্যাটাররা। পাক বোলারদের তোপে থুবরে পড়ে তারা। একমাত্র শেন উইলিয়ামস করেন ৩১ রান। আর কেউই ২০ রানের ঘর পার করতে পারেননি।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট এবং সাদাব খান ৪ ওভার বল করে পেয়েছেন ৩ উইকেট। এছাড়া হারিস রউফ মাত্র ১২ রান দিয়েছে ৪ ওভার বল করে এবং তুলে নিয়েছেন ১টি উইকেট।
এদিকে, ১৩১ রানের টার্গেটে পাকিস্তান খেলতে নামলে শুরু থেকেই তাদের চাপে রাখে জিম্বাবুয়ের বোলাররা। ৪৪ রানেই হারাতে হয় ৪টি উইকেট। একমাত্র শান মাসুদ দেখেশুনে ব্যাট চালাতে থাকেন। কিন্তু তিনিও আর পারলেন না। ৩৮ বলে ৪৪ রান করে ফিরে যান তিনিও।
জয়ের জন্য যখন দরকার ১৮ বলে ২৯ রান তখন শুরু হয় নাটকীয়তা। মোহাম্মদ নেওয়াজের বাউন্ডারিতে কমে আসে ব্যবধান। কিন্তু মিড ফিল্ডারে ক্যাচ তুলে দিয়ে ২২ রানে আউট হন তিনি। এরপর ১ ওভারে দরকার হয় ১১ রান। প্রথম বলে তিন রান নেওয়ার নেন পাক ব্যাটাররা। পরের বলে চার মেরে দেন ওয়াসিম। শেষ ওভারে নেওয়াজের আউট আরও চেপে ফেলে দেয় পাকদের। দরকার ১ বলে ৩ রান। কিন্তু ব্যাটিংয়ে থাকা শাহিন শাহ আফ্রিদি বাউন্ডারি মারতে না পেরে সিঙ্গেল নেন তারা। দুই রান নিতে গিয়ে আউট হয়ে যান আফ্রিদি। পলে ১ রানে জয় পেয়ে যায় জিম্বাবুয়ে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.