|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের ব্যাপক প্রস্তুতি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করব-আইজিপি
প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২২
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো নানা প্রস্তুতি নিচ্ছে। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা- রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আগামী ডিসেম্বরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। গোয়েন্দা প্রতিবেদনকে আমলে নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সে অনুযায়ী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সোমবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, আমরা আইন ও বিধি অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করব। পুলিশ এখন ইন্টেলিজেন্স-নির্ভর কাজ করে। আগাম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়। এ কারণে গত কয়েক বছর ধরে দেশে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ডিসেম্বর মাসে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আমাদের কাছে তথ্য এসেছে। ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারে আগাম ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যেহেতু আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি, তাই আশা করছি সব ধরনের আশঙ্কা দূর হয়ে যাবে। তারপরও যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাকে ছাড় দেওয়া হবে না। আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, কে কোন রাজনৈতিক দলের কর্মী আমরা তা বিবেচনা করব না।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে কেউ পার পাবে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আমাদের কাছে সন্দেহ হচ্ছে, এরই মধ্যে তাদের গতিবিধি এবং সার্বিক কার্যক্রম মনিটরিং করছি। তাদের বিষয় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ফেসবুক এবং ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনার অপচেষ্টা করতে না পারে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি।
পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য আছে। তাদের (জামায়াত) যেহেতু নিবন্ধন নেই, তাই তারা ধর্মভিত্তিক অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। নির্বাচনের প্রস্তুতির আড়ালে তারা যেন কোনো অপকর্মে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে আমরা তৎপর আছি। সরকারদলীয় অতি উৎসাহী রাজনৈতিক নেতাকর্মীদের কারণে যাতে দেশের অস্বাভাবিক পরিবেশ তৈরি না হয় সে বিষয়েও আমরা খেয়াল রাখছি। আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না-সে বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়কে কেন্দ্র করে কেউ যেন ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে না পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করা হয়েছে। সরকারবিরোধী রাজনৈতিক দলের নেতারা কোথায় যাচ্ছেন, কী করছেন, কার সঙ্গে বৈঠক করছেন এসব কোনো কিছুই আমাদের দৃষ্টির বাইরে নেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.