|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে ১ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হলেন, ইলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২২
এক ঘণ্টার পুলিশ সুপার হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী ইলা বর্ষণ কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধের সুপারিশ করেছেন।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ইলাকে ফুল দিয়ে বরণ করে তার হাতে ১ ঘন্টার জন্য দায়িত্ব হস্তান্তর করেন।
এদিকে, দায়িত্ব নেওয়ার পরপরই ইলা কুড়িগ্রাম জেলাকে বাল্যবিয়ে মুক্ত করতে ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশমালা তুলে ধরেন। পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সেসব সুপারিশ পুলিশের পক্ষ থেকে যতটুকু বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আশ্বাসও দেন।
ব্যতিক্রমধর্মী ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে একজন কিশোরী, কন্যাশিশু অথবা তরুণীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজে কন্যাশিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে জীবন, তাদের আশপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার এর এই কর্মসূচি চালু করা হয়।
এনসিটিএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খ. ম. জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ জেলা শাখার সভাপতি কে. এম. রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অভিভাবক ইসমাইল হোসেন বাদল প্রমুখ।
উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২২ ও বিশ্ব শিশুসপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.