|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঘুর্ণিঝড় সিত্রাং: মিরসরাইয়ে প্রস্তুত ৮০টি আশ্রয়কেন্দ্র-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২২
ঘুর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন।ঘুর্ণিঝড় মোকাবেলায় রোববার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, ঘুর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলায় ৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া ১৬ হাজার ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জেলার ১৬টি ইউনিয়নে ১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।তিনি আরও বলেন, উপজেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি নেয়া হয়েছে।প্রসঙ্গত, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মিরসরাইয়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। রোববার সকাল থেকেই উপজেলা জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামকে ৭ নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.