|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন জেলা পুলিশ সুপার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২২
মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধ।
ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান (বিপিএম সেবা) এর সাথে সাংবাদিকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধায় ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথ হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। এসময় তিনি বলেন,ফরিদপুরের সাংবাদিক এবং পুলিশ উভয়েই জনগণের সেবায় কাজ করতে চাই, তাই আমরা চাই আপনারা আমাদের সব রকম সাহায্য করুন, আমরা আপনাদের পাশে থাকবো এবং ফরিদপুর জেলা, শহর,কে যেন সুখী ও সুন্দর এবং পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এই শহরের প্রতিটি মানুষ আইন প্রশাসনের পাশাপাশি তাঁদের নিজেরদেরও অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, তাই আমরা সর্বদা একে অপরের সহযোগীতা নিয়ে সামনে ধিকে এগিয়ের আহ্বান জানায়।
এ সময়সভায় উপস্থিত ছিলেন,ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক, আমিনুর রহমান ফরিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, পান্নাবালা ,মফিজ শিপন,সঞ্জীব দাস, জাহিদুর রহমান ইবু, বিল্লাল চৌধুরী,শফিকুল ইসলাম মনি, হাসানুজ্জামান, মশিউর রহমান খোকন, তরিকুল ইসলাম হিমেল, শেখ সাইফুল ইসলাম অহিদ নার্গিস আক্তার প্রমূখ । অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর।
সভায় প্রধান অতিথির ভাষণে পুলিশ সুপার আরো বলেন ফরিদপুর শহরকে শান্তিপূর্ণ ও বাসযোগ্য করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। এখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে মাদক বিক্রেতা ও মাদক সেবী যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না, পাশাপাশি জনগণের সেবার সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সেবার চালু করা হয়েছে, যাতে উক্ত ইউনিয়নের জনগণ এই সেবা থেকে উপকৃত হতে পারে। একই সাথে সাম্প্রতিক সময়ে তার গৃহীত বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের মধ্যে তুলে ধরেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.