|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও র্য্যলী অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২২
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী -৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, প্রশাসনিক বাধার কারনে উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা সঠিক ভাবে কাজ করতে পারছে না। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারছে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যেভাবে উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করেছিলেন এখন আর সেভাবে চলছে না উপজেলা পরিষদ। তিনি বলেন, গণমানুষের আস্থা নিয়ে জাতীয় পার্টি পল্লী বন্ধুর স্বপ্নের পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ বাস্তবায়ন করবে। পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন, আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। শহরের সকল সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দেয়ার কাজ শুরু করেছিলেন পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
দেশের মানুষ জাতীয় পার্টিকেই চায়, আগামী দিনে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে।পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে চিরজীবী হয়ে থাকবে।
রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনের উপজেলা দিবস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে উপজেলা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোক্তার হোসেন মজুমদারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহরিয়ার ইকবাল রিয়াদ, মানু মিয়া পাটোয়ারী, জেলা মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফয়েজ আহমেদ মিয়াজী ছুট্রু মিয়া, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলা উদ্দিন মজুমদার লিটন, পৌর জাতীয় পার্টির সভাপতি ডাঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আজিজুল হক মজুমদার খোকা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক সুমন, সাংগঠনিক সম্পাদক রায়হান পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী ও উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ফজলুল হক মিন্টু প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.