শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

কুলিয়ারচরে গোঃ আঃ ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে তথ্য গোপন করে নির্বাচন করার অভিযোগ-দৈনিক বাংলার অধিকার

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : / ৫৭৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩:০৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগ করছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) গোবরিয়া আব্দুল্লাহপুর ও উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ এর রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার বরাবর নির্বাচনী হলফনামায় তথ্য গোপনসহ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২৬ (২) ধারা লঙ্গন করে অবৈধ উপায় অবলম্বন করে বিজয়ী হয়ে দ্বায়িত্ব পালনের অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে সাইদুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক স্থানীয় গোবরিয়া হাই স্কুলের এমপিও ভূক্ত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২৬ (২) ধারা লঙ্গন করে নির্বাচনে অংশগ্রহণ করেন। পরে অবৈধ উপায় অবলম্বন করে তার নৌকা প্রতীকে ৫৮৩৭ ভোট পাওয়া দেখিয়ে নির্বাচনে বিজয়ী ঘোষণা করান তিনি। এর পর থেকে তিনি ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় গোবরিয়া হাই স্কুলে নিজ দ্বায়িত্ব পালন করে আসছেন।

সাইদুজ্জামান অভিযোগ লিপিতে আরো উল্লেখ করেন, তিনি গত ১০ অক্টোবর রবিবার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গোবরিয়া হাই স্কুলে (গোবরিয়া হাই স্কুল EIIN- 110508) তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। বিষয়টি তার সন্দেহ হলে তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন চেয়াম্যান মোহাম্মদ এনামুল হক গোবরিয়া হাই স্কুলে বহু বছর যাবৎ তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে দ্বায়িত্ব পালন করে সরকার থেকে পাওয়া ও প্রতিষ্ঠান থেকে দেওয়া সকল প্রকার বেতন ভাতাদী উত্তোলন করে ভোগ করে আসছেন এবং ইউনিয়ন পরিষদের রেজুলেশনের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন ধরনের ভাতাদী উত্তোলন করে ভোগ করে আসছেন।

তিনি নির্বাচনী হলফনামায় তথ্য গোপন এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২৬ (২) ধারা লঙ্ঘন করে নির্বাচনে অংশগ্রহণকারী এবং পরবর্তীতে অবৈধ পন্তা অবলম্বনপূর্বক বিজয় হওয়া মোহাম্মদ এনামুল হককে ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে নির্বাচনে আনারস প্রতীকে ৫০০৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার কারী সাইদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করে সরকারী ভাবে গেজেট প্রকাশ করিলে আইনের শাসন প্রতিষ্ঠা হইবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

এছাড়া বিষয়টি সদয় অবগতির জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসক, সভাপতি কুলিয়ারচর উপজেলা শিক্ষা কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলিয়ারচর, উপজেলা নির্বাচন অফিসার কুলিয়ারচর, উপজেলা শিক্ষা অফিসার কুলিয়ারচর, সভাপতি উপজেলা প্রেসক্লাব কুলিয়ারচর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার কুলিয়ারচর বরাবর অনুলিপি প্রেরণ করেছেন তিনি।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে গোবরিয়া আব্দুল্লাহপুর ও উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হইবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের অনুলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগকারী আমার বরাবর কোন অভিযোগ করেননি। একটি অনুলিপি পেয়েছি। যেহেতু ইউনিয়ন পরিষদ আমার সংশ্লিষ্ঠ তাই অভিযোগের বিষয়টি আইনগতভাবে কতটুকু সত্যতা আছে তা আইনের ধারাগুলো ভালোভাবে দেখে কি করা যায় দেখবো।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!