বাপ দাদার জমি ছাড়বো না অধিগ্রহন মানবো না এই স্লোগানকে সামনে রেখে লৌহজংয়ে নতুন করে জমি অধিগ্রহণ না করার দাবীতে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার(২২অক্টোম্বর) ঢাকা মাওয়া মহাসড়কের পাশে মেদেনী মন্ডল মিনার মসজিদের সামনে এলাকাবাসীর আয়োজনে এই আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ঠান্ডুর সভাপতিত্বে ও তারেক খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,মেদেনীমন্ডল ইউনিয়ের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আঃহালিম,৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমএ খালেক শিকদার, নারী ইউপি সদস্য শিল্পী খান, আঃ আউয়াল শামীম, আঃ বাকী পাতা মিয়া, আবুল কালাম খান, বাটুল খান, সিরাজুল ইসলাম বেপারী, মোতালেব হাওলাদার, হাজী নজরুল ইসলাম খান, এনামুল ইসলাম খান নয়ন, কামাল খান,লিপু খান, ইকবাল খানসহ প্রায় ৫ শতাধিক লোক।
এলাকাবাসী আলোচনা ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রেখে বলেন, ইতি পূর্বে পদ্মাসেতু, রেল লাইন, সেনানিবাসসহ ওয়াসায় জমি অধিগ্রহণে মেদেনী মন্ডল গ্রামবাসী অধিক ক্ষতিগ্রস্ত। এইভাবে ধাপে ধাপে জমি অধিগ্রহণ হলে মেদেনী মন্ডলবাসীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মেদেনীমন্ডল ইউনিয়ের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ঐতিহ্যবাহি খান পরিবারসহ বিভিন্ন বংশের প্রায় ১০/১২ হাজার মানুষ যুগযুগ ধরে এই এলাকায় বসবাস করে আসছে। যাদের আবাসন সংকট ও ফসলি জমিও কম। আমাদের জমিও এখানে অপ্রতুল। পূর্বের অধিগ্রহণকৃত পরিবারগুলো একত্রে বসবাসের লক্ষে স্বপ্নের বাড়ী তৈরীর জন্য নাল জমিতে বালু ভরাট করছেন। নতুন অধিগ্রহণের সিদ্ধান্তের কথা শুনে তারা আতংকিত ও দিশেহারা। এই মৌজার সরকারী মুল্যে অনেক কম এবং নতুন অধিগ্রহণে দেয়া হবে না পূর্ণবাসন। পূর্বের অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত এর মাঝেই নতুন অধিগ্রহণ গ্রামবাসীকে করবে ছন্নছাড়া।
গত ২০ দিন পূর্বে লৌহজং সহকারী কমিশনার (ভুমি) মেদেনী মন্ডল মৌজার প্রায় ১৮ শত একর জমি নতুন অধিগ্রহণ করা জন্য লাল নিশান টাঙ্গিয়ে যান।