|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরের কুমিরের হামলায় গৃহবধূ আহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২২
ফরিদপুরের পদ্মার চরে আবারও কুমির আতঙ্গ দেখা দিয়েছে। আজ শনিবার ভোরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এক গৃহবধু কুমিরের কামড়ে মারাত্বক ভাবে আহত হয়েছে। আহত নারীর নাম পারুলী বেগম। তাকে বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধু পারুলী বেগম জানান, ফজর নামাজের পর হাস মুরগীর ছুটাছুটির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়। তারপর তিনি ঘর থেকে বের হলে কুমির তাকে হাত ও পায়ে কামড় দেয়।
পরে পারুলী বেগমের চিৎকার তার স্বামী এসে বাঁশ দিয়ে কুমিরকে পেটাতে থাকে। পরে কুমিরটি বাড়ীর পার্শ্ববর্তী বড় একটি দীঘিতে নেমে যায়। এর আগে গত বছর একই স্থান থেকে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগের সহায়তায় খুলনায় নিয়ে যায়। এদিকে, কুমিরের কামড়ে একজন আহত হবার ঘটনায় এলাকায় আবারও কুমির আতঙ্গ দেখা দিয়েছে। স্থানীয় চেযারম্যান মোস্তাকুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জ এর কর্মকর্তাদের জানানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.