সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলার ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানাস্থ ঘোপাল ইউনিয়নের নিজকুনজরা উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কে শুক্রবার (২১ অক্টোবর) রাতে পেশাদার ছিনতাইকারী'র খপ্পরে পড়ে দুজন পথচারী। ঘটনার পর পরই ফাজিলপুর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও ঘোপাল তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে ঐ রাতে বিভিন্ন স্পট থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
ফাজিলপুর মুহুরীগঞ্জ (হাইওয়ে) পুলিশ ফাঁড়ি'র অফিসার ইনচার্জ মোঃ রাশেদ খাঁন চৌধুরী'র সার্বিক সহযোগিতায় রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন ঘোপাল তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক ছায়েদুর রহমান পিপিএম ও তাঁর সঙ্গীয় ফোর্স। ছিনতাই চক্রের আটককৃত সদস্যরা হলেন, চর কালিদাশ গ্রামের আবুল কালামের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (২৩), একই এলাকার নুরুল আলমের ছেলে নুরুল আলমগীর বাপ্পি (২২) ও নৈরাজপুর গ্রামের নুরুজ্জামান'র ছেলে নিজাম উদ্দিন প্রকাশ রাহাত। স্থানীয়রা জানান, সংঘবদ্ধ ছিনতাই চক্রটি প্রায় সময় মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি করে আসছে। তাদের কাছে জিম্মি হয়ে রয়েছে রাতে চলাচল করা সাধারণ মানুষ।
ঘোপাল তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক ছায়েদুর রহমান পিপিএম বলেন, রাতে ছিনতাই ঘটনার পর ভুক্তভোগীদের সাথে নিয়ে ছিনতাই চক্রের সদস্যদের শনাক্ত করে আটক করা হয়। আটককৃত পেশাদার ছিনতাই চক্রের সদস্যদের নামে পূর্বে আরো একাধিক মামলা রয়েছে।
ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ফাঁড়ি'র অফিসার ইনচার্জ মোঃ রাশেদ খাঁন চৌধুরী জানান, মহাসড়কে বিভিন্ন বাস, প্রাইভেটকার, ট্রাক দাঁড় করিয়ে তাঁরা ছিনতাই করতো বিভিন্ন সময় বিভিন্ন স্পটে। গতকাল রাতে নিজকুনজরা এমন ঘটনা পর পরই পুলিশ খবর শুনে ছিনতাই চক্রের সদস্যদের বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া মোবাইল, নগদ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল, চুরি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে চক্রের সদস্যদের জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।