পরিমল বিশ্বাস, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ
যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার চিকিৎসাসেবায় অনন্য।
গাইনি ও প্রসূতি নারীদের নানা জটিল কঠিন রোগে চিকিৎসাসেবা দিয়ে চিকিৎসায় সাফল্যে নানাভাবে হয়েছেন পত্র-পত্রিকার শিরোনাম।
২১ অক্টোবর দুপুর ২ টা থেকে রাত পযন্ত যশোরের
বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের নারী ও প্রসূতিদের ফ্রি গাইনি চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। তার এ মহতী উদ্যোগে স্থানীয়রা চিকিৎসক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, গ্রামের স্বল্প আয়ের মানুষ গাইনি ও প্রসূতি মায়েরা নানা জটিল কঠিন রোগে ভুগলেও অসচেতনতাসহ অর্থের অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রতি শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে তাদের সুচিকিৎসা প্রদানের চেষ্টা করছি। পর্যায়ক্রমে ফ্রি চিকিৎসাসেবার সময় ও দিন আরো বাড়ানো হবে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামে
ফ্রি চিকিৎসা দেন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
এই ফ্রি ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সেফালি বিশ্বাস নামের এক নারী বলেন,অর্থের অভাবে শহরে গিয়ে ভালো চিকিৎসা নিতে পারি না। ডাক্তার আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দিচ্ছেন। এতে আমাদের অনেক উপকার হচ্ছে। অন্য এক নারী আনজুরা বেগম বলেন, বর্তমান সময়ে আমরা কল্পনাও করতে পারি না এভাবে গ্রামে এসে একজন অধ্যাপক ডা. আমাদের এভাবে ফ্রি চিকিৎসা দেবেন। আমিসহ আমরা ডাক্তারের জন্য দোয়া ও কৃতজ্ঞতা জানাই।
সার্বিক সহযোগিতায় ছিল ২ নং বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংক এসময় ফ্রী মেডিকেল ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন,মোঃ রাজিবুল ইসলাম সোহাগ, জয় দাস.মোঃ রেজাওয়ান হোসেন, .মোঃ রিয়াজ, বাপ্পি, মোঃ মোহাইমিন; বুলবুল ইসলাম তপু বিশ্বাস, মোঃ হুরাইরা আবু এবং গ্রামের গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন