|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর সদরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২২
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে, জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক সদর উপজেলার হাজী মহসিন রোড এলাকায়, আলিম পাড়ায়এবং বিপনিবাগ বাজার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে -দিপু ফার্মেসিকে ৩০০০/-,চাইল্ড কেয়ার ফার্মেসিকে ১৫০০০/-,আনুর গোশতের দোকান ৩০০০/- এবং আলীম স্টোরকে ১০০০/- সহ সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ২২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও বিপনিবাগ বাজারে চিংড়িতে জেলি না মিশাতে এবং জেলিযুক্ত চিংড়ি না বিক্রি করতে সতর্ক করা হয়। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন,ক্যাব,চাঁদপুর, মৎস্য অধিদপ্তর, চাঁদপুর এবং সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.