|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের জানালা চুরি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২২
মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের জানালার পাট খুলে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। জানা যায় গত ৮ই অক্টোবর শনিবার দিবাগত রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ৮টি জানালার ১৬টি পাট চুরির অভিযোগ উঠে পরিষদের পার্শ্ববর্তী শাহিনুর ইসলামের ছেলে সিয়াম, মন্টু রায়ের ছেলে মিঠুন, নুর ইসলামের ছেলে সোহেলের বিরুদ্ধে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানালার মালামাল ২৪ কেজি স্থানীয় এক ভাংরি ব্যবসায়ী আব্দুস সাত্তারের দোকানে বিক্রি করা হয়।
ভাংরি ব্যবসায়ী আব্দুস সাত্তার জানান,সিয়াম ও তার দুজন বন্ধু সহ ২৪ কেজি জানালার পাট ভাংরি হিসেবে আমার দোকানে বিক্রি করেছে। কোথায় থেকে এনেছে আমি তা জানি না।
এবিষয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক বলেন, জানালা চুরি সাথে জড়িত যারা তাদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.