|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ রেজিস্ট্রেশনের সময় আগামী ২৬ অক্টোবর-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২২
মৌমিতা দত্ত, চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ, সিলেটঃ
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াড।
এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর, ২০২২ পর্যন্ত আইসিটি অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হবার কথা থাকলেও জানা যায় যে- সারা দেশের শিক্ষকদের অনুরোধক্রমে রেজিস্ট্রেশনের সময় আগামী ২৬ অক্টোবর, ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ২০২২,শুক্রবার হতে সারাদেশের সকল শিক্ষার্থীদের ক্লাস একযোগে শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
এ অলিম্পিয়াডে ৬টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। প্রি স্কুল- ২য় শ্রেণি, ৩য়-৫ম শ্রেণি, ৬ষ্ঠ-৮ম শ্রেণি, ৯ম-১০ম শ্রেণি, একাদশ-দ্বাদশ শ্রেণি, ডিপ্লোমা- অনার্স-মাস্টার্স।
রেজিস্ট্রেশনের লিংকঃ https://ictolympiadbangladesh.com
রেজিস্ট্রেশন ফিঃ ২০০/-
রেফার কোডঃ 90001266
এ অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের জন্য অংশগ্রহণের সার্টিফিকেট, টপিক অনুযায়ী ৫ মাস ব্যাপী ফ্রি অনলাইন লাইভ ক্লাসসহ দক্ষ মেন্টরদের মাধ্যমে সার্বক্ষণিক গ্রুমিং, বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম থেকে আইসিটি সহায়ক ফ্রি ও বিশেষ ছাড়ে কোর্স করার সুযোগ, ৪র্থ শিল্প বিপ্লব বাস্তবতায় ১০টি সেগমেন্টের পূর্ণাঙ্গ সিলেবাস ও সহায়ক বই সংগ্রহের সুযোগ, অনলাইন ও অফলাইন বুথ ক্যাম্প, স্বাস্থ্য বীমা ও শিক্ষা বীমা গ্রহণের সুযোগ, আইসিটি ইন্ডাস্ট্রির শিক্ষক ও বিশেষজ্ঞদের সাথে মত বিনিময়, শিক্ষা সফর, মেধা যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন আর্থিক পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কো-লিডার রহিমা বানু এবং হবিগঞ্জ জেলা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কো-লিডার মৌমিতা দত্ত।
এছাড়াও আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্যে ৬টি ক্যাটাগরিতে টপ ১৮ জনের জন্য সর্বমোট ৫০ লক্ষ টাকার পুরস্কারের কথা বলা হয়েছে।
আইসিটি অলিম্পিয়াড রেজিস্ট্রেশন সম্পর্কিত যেকোনো সমস্যায় যোগাযোগঃ
(মৌমিতা দত্ত, হবিগঞ্জ জেলা কো-লিডার, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ)
তথ্যসূত্রঃ রহিমা বানু, সিলেট বিভাগীয় কো-লিডার, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ
এবং
মৌমিতা দত্ত, হবিগঞ্জ জেলা কো-লিডার, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.