দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বিরামপুর উপজেলার দুই সদস্য প্রার্থী
সমসংখ্যক ভোট পাওয়ায় তাৎক্ষণিক ভাবে কাউকে বিজয়ী ঘোষণা হয়নি। একারণে
দুই সদস্য প্রার্থীর ভাগ্য আপাতত: ঝুলে রয়েছে।
জানা গেছে, বিরামপুর উপজেলা পরিষদ, ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে
মোট ১০৭ জন জনপ্রতিনিধি ভোটারের মধ্যে ১০৬জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বিরামপুর উপজেলা থেকে সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দিতা করেন। সোমবার (১৭
অক্টো:) বিরামপুর কেন্দ্রে ভোট গনণা শেষে সদস্য প্রার্থী মতিয়ার রহমান ৩৮ ভোট
ও মোজাহার আলী মন্ডল ৩৮ ভোট এবং গোলজার হোসেন ৩০ ভোট পেয়েছেন। দুই
সদস্য প্রার্থী সমসংখ্যক (৩৮) ভোট পাওয়ায় তাৎক্ষণিক ভাবে কাউকে বিজয়ী
ঘোষণা করা হয়নি।
এব্যাপারে সহকারী রিটার্ণিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা
জাহেদ ইবনে আবুল ফজল জানান, দুই সদস্যপ্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় বিধি
মোতাবেক লটারীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। ( এই প্রতিবেদন লেখা
পর্যন্ত কোন লটারি হয়নি)
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও
হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত ৫নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্যা
নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, এই সংরক্ষিত মহিলা ওয়াডে নির্বাচনের্ , রাজিয়া সুলতানা,
রেবেকা সুলতানা ও শাবানা বেগম নামে তিনজন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সোমবার (১৭ অক্টো:) ভোট গনণা শেষে রাজিয়া সুলতানা ১২৪ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্ণিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহেদ
ইবনে আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।