|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাঘারপাড়ার খাজুরা বাজারে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২২
মেয়াদোত্তীর্ণ পশু ও মৎস্য খাদ্য সংরক্ষণসহ একাধিক অপরাধে যশোরের খাজুরা বাজারে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৩০ হাজার টাকার খাদ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা পলাশ বালা, মাঠ কর্মকর্তা বিপুল কুমার সরদার, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এএসআই ছবেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দ জাকির হাসান জানান, একই দোকানে পশু ও মৎস্য খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ ও লাইসেন্স নিয়ে কারসাজি করার অপরাধে মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ২৫ কেজি ওজনের ১৭ বস্তা পশু খাদ্য ও ১০ কেজি ওজনের ৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
উপজেলা মৎস কর্মকর্তা পলাশ কুমার বালা জানান, সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বাঘারপাড়া উপজেলাজুড়ে অভিযান পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার খাজুরা বাজারে অভিযান চলাকালে বিক্রির জন্য কোন ইলিশ পাওয়া যায়নি। ইলিশ প্রজনন মৌসুমে এ ধরণের অভিযানও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.